বৃষ্টি ভেজা এ প্রভাতে,
মন চায় তোমাকেই পেতে,  
সুখের ছোঁয়া লেগেছে চোখের পাতাতে!

সাদা করা টাকাগুলো রাতের আঁধারে,
পাখা মেলে উড়িয়ে নেয় সাড়ে তিন হাত কবরে,
মনের এ গোপন কথা বলবো যে কাহারে?

মনের মাঝে হা-হুতাশের উঠে শুধু ঝড়,
দু'দিন পরে কাঠগড়ায়! লাগে মনে ডর,
কোন সেই শয়তান? মনে করেছিলো ভর।

মনাকাশে মেঘের ভেলা আজি,
কী জবাব দেবো? ধরলে সেদিন কাজী,
বৃষ্টি আর বৃষ্টি ঝরছে মনে, বাইরে সাধু সাজি!