পালাবে কোথায়,
পাবে নাতো কোথাও স্থান।
পিছু নেবে, ছাড়বে না তোমায়,
অভিশপ্ত ইবলিশ শয়তান।
সময় বড়ই শত্রু,
থাকতে সময় করো তওবা।
অসময়ে আসবে না কেউ,
যতো বলো মুখে মারহাবা।
যতো করো অন্যায়- অনাচার,
নিজেকে রেখে আড়ালে আবডালে।
হৃদয় কুঠুরির অব্যক্ত কল্পনা,
কোনকিছুর গোপন ছিল কি কোনকালে?
আজকে না হয় তুমি রাজা,
আমরা বনেছি প্রজা।
কাল কি হবে, জানো না?
তিনিই জানেন, যিনি মহারাজা।