যে গাছে দেয় ফল,
সেই গাছে চাষি দেয় জল,
মানুষের জীবনও এ ধারা অবিকল।
যে গাভী দেয় দুধ,
তার ব্যবস্থায় থাকে গোসল আর রোদ,
অর্থকড়ি থাকলেই, ঐটাই কাছের পুত।
যৌবনভরা প্রিয়া,
সুযোগ পেলে পরকীয়া,
সুরে সুরে ডাকে, এসো মোর পাপিয়া!
গালভরা বুলি,
চামচাটে পদধূলি,
স্বার্থ হাতাতেই করে কোলাকুলি।
অবৈধ আয়,
নীরবে নিভৃতে যায়,
ধরা পড়লেই বুক ছাপড়ায়।
জালিমের হাতে হাত,
সাময়িক কপোকাত,
অবশেষে জুটে অপবাদ।
ছেড়ে দেন তিনি,
ছাড় এ পর্যন্ত কেউ পায়নি,
তাঁর কব্জা থেকে পালাতে দেখিনি।
মজা লুটতে পারো,
পরধন অবলীলায় কাড়ো,
দূর্দশা সব হচ্ছে কিন্তু জড়ো।
দেখবে যবে যম,
কেড়ে নিয়ে যাবে দম,
পার্থিব জীবন একেবারেই কম।
তাং ১৭ ফেব্রুয়ারি ২০২৫