এ ধরায় আর কেহ নেই
হতে পারে জননী,
যদিও সাজতে চায় কেউ
জননী নহে, সেই তো ডাইনী।
জনম দুঃখী মা-জননী
প্রথম পলকে হেসে,
শত কষ্ট যায় ভুলে
থাকি যবে পাশে।
মনের আয়না মা-জননী
চোখ মুদিলে দেখি,
আঁচল দিয়ে আড়াল করে
সহস্র ব্যথা রাখে ঢাকি।
এ জগতে সকলি মায়া
স্বার্থের তরে ভাসে,
বিনাস্বার্থে সারাজীবন
হৃদয় হয়ে রয় পাশে।
মুখের ভাষায় বলতে হয় না
মুখ দেখলেই বুঝে,
এমন মমতার আধার
এ জগতে পাবে কি খুঁজে?
স্বর্গ যেথায় লুটিয়ে থাকে
তার ঐ জান্নাতি পদতলে,
নিশ্চয়তা খোদ দিয়েছেন প্রভু
কল্পনা করেছে কেউ কোনকালে?
চাওয়া তার একটুখানি
যেন সন্তান থাকে দুধে-ভাতে,
জগৎ জুড়ে এমন দরদী
ভাবিয়া কবি, অশ্রু ঝরায় দিনে-রাতে।