বরই পাতার কুসুম কুসুম গরম জলে,
স্বজনরা গোসল দিবে নয়ন জলে,
শেষ ঠিকানায় শুয়ে রাখবে হিজল তলে।
নতুন বাড়িতে দেখতে তোমায় কেউ যাবে না,
দু'দিনে মায়ার কান্দন, আর কেউ কাঁদবে না,
সম্পর্ক টানবে ইতি, হবে নতুন দিনের সূচনা।
আবারও তোমার সাথে দেখা হবে,
স্বজন-বান্ধবেরা তোমায় দেখে পালাবে,
সেদিন জীবনের হিসাব মনা কিভাবে মিলাবে?
সম্পদের পাহাড় কোন কাজের না,
ভাঙবে যেদিন ভুলের কাঁচের আয়না,
সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না।
মহান হাকিম ধরলে, কেউ কি পাবে ছাড়,
অপরাধী মনে দু'চোখে দেখবে শুধু আঁধার,
এখনই ভাবো মনা, ক্ষণিকের এ জীবন-সংসার!