কবিতা লিখলে
গু-খোর হিংসায় জ্বলে,
ভণ্ড সাজে ধার্মিক নিদানকালে।
উপকার করলে
বাঁশ দেবেই শেষে,
নিশ্চিত প্রতিকূল পরিবেশে।
পথ চেনালে
সেই হবে পথের কাঁটা,
তেড়ে আসবে হাতে নিয়ে ঝাঁটা।
শিখিয়ে দাও
প্রথমে ভাববে তোমায় অজ্ঞ,
নিজকে নিজে বলবে বিজ্ঞ।
শ্রদ্ধা করে দেখো
তাচ্ছিল্য করবে তোমায় প্রথমে,
ভুল ধরবে তোমার কদমে কদমে।
অযোগ্যকে যোগ্য করো
সেই প্রথমে অযোগ্য তোমায় বানাবে,
ছল-চাতুরী করে তোমাকেই ফাঁসাবে।
ভালোবাসা দাও
প্রথমে বুকটা ভেঙে করবে খান খান,
সবকিছু কেড়ে নিয়ে দেবে তার প্রতিদান।
বিশ্বাস করে দেখো
জীবনকে বানিয়ে দেবে বালুচর,
হাতিয়ে নিয়ে তোমাকে বানাবে তস্কর।
তাং ১৮ ফেব্রুয়ারি ২০২৪