হিংসুকের হিংসা
ধরা পড়ে, দেখলে আচরণ,
হিংসুককে চিনতে
সময় নষ্ট করা অকারণ।
কাঠকে পুড়ায়
ধরিয়ে দিলে আগুন,
হিংসুকও পুড়ে হয়
ছাই, ধরলে হিংসার আগুন।
আশপাশে চারিপাশে আছে
ভাই বন্ধু আর যত জ্ঞাতি,
সব সম্পর্ক বিনষ্ট হয়
মনে থাকলে হিংসার মত ব্যাধি।
হিংসা থেকে জরা
মধু যেন বিষে ভরা,
ইবলিশ বসে কীর্তন
গায়, মানব সবচে সেরা!
বড়ই করুণ হিংসার ফল
ছড়ায় জীবন থেকে জীবনে,
এ জগতে টানতে হয় পাপ
মুক্তি কী মিলে মরণে?