কেউ কি জানে?
স্বপ্ন কিনে
তোমার চোখে এনে,
নিঃস্ব হতাম আমি।

হৃদ কাবায় নিরলে নির্জনে
আশার আলো এনে,
আঁধারে থাকতাম আমি।

চেষ্টা করে প্রাণপণে
ভাসতে সুখের প্লাবনে,
আর কষ্টে ডুবতাম আমি।

জমানো সুখ মনের ঘরে
জীবন কাটাবে আদরে আদরে,
দিয়ে সব সুর উজাড় করে
বেদনার সুরে বিভোর আমি।