শুনো ওগো পরান প্রিয়া,
বুকের ভেতর চিন চিন করে হিয়া,
একি করিলাম তোমায় মন দিয়া।
মনে রেখো,
এটুকু প্রেম আমার, হাইব্রিড নহে,
বুকের ভেতরে হৃদয়টা-
সদা তোমার কথা কহে।
চারিদিকে সয়লাব হাইব্রিডে,
কচুর লতি থেকে আমলকী,
রাতের আঁধারে আলো জ্বলা জোনাকি!
হাইব্রিড ভালোবাসা হাইব্রিডের ফাঁদে,
ভালোবেসে চোখ দুটো সারারাত কাঁদে,
দুঃখ নামে শুধু ভাঙা হৃদয়টাতে।