কিশোরীর হাত ধরে পালায়,
এখন অশীতিপর বৃদ্ধটি!
ভাদ্র-আশ্বিনের অপেক্ষায় থাকে না,
সঙ্গীনির পিছু ছুটে পুরুষ কুকুরটি।
অফিসের বড়কর্তার নজর এখন,
অফিস সহকারি রমণীর 'পরে।
লজ্জায় আড়ষ্ট বলে না কিছুই,
চাকরি খোয়ানোর ডরে।
পরমা সুন্দরী স্ত্রী কাঁদে অহর্নিশ,
অবহেলায় কাটে তার রাত,
কী লাভ? দেখে আকাশে চাঁদ।