হৃদয়ের গহীনকোণে প্রিয়া,
মায়াভরা তোমারি মুখখানা ভাসে।
দেখো হে প্রিয়তমা,
আস্থা-অনাস্থার গৃহ ছেড়ে বাইরে এসে।
জোনাকিরা খেলা করে
মিটিমিটি আলো জ্বালিয়া।
কি করে থাকো প্রিয়া,
জোছনা রাতে আমাকে ছাড়িয়া।
মাঝরাতে নিরবতা ভেঙে,
জোছনা মেখে তোমাকে দেখবো,
মনের ক্যাম্পাসে চুপি চুপি
কুসুম কোমল তুলিতে ছবি আঁকবো।
কথা৷ কইবো ইশারায়,
কেউ যেন না৷ শোনে।
টের পেয়ে কেউ যেনো
না আসে এ হৃদয়কোণে।
জেনেছি আজি তুমি,
করেছো ভীষণ অভিমান।
হাত দিয়ে দেখো প্রিয়তমা,
এ বুকটা সদা করে আনচান।
তারাগুলো ভ্রুকুঞ্চিত করে
কি যেনো বলে শুধু আমায়।
নিশি জেগে পাখিরা
বাঁশের ঝোপে ডানা ঝাপটায়।
উঁকি মেরে জানালায়
সঙ্গীহারা বিরহিণী কাঁদে।
হিমেল হাওয়া বয়ে যায়,
জোনাকজ্বলা এ নিশীথরাতে।