ভীষণভাবে ভালবাসি বলা
. মানুষটাও ফিরে থাকে পাশ,
সুযোগ খুঁজে বেড়ায় পাছায়
দিতে এঁটেকলা বাঁশ।
যে হৃদয়ে জমা থাকতো পিউর প্রেম,
এখন ওখানে হয় হিংসার চাষ,
তুমি ছাড়া বাঁচবো না- বলা মানুষটিও
জানটা নিতে উদগ্রীব থাকে বারোমাস!
উপকারের ছলে যে বুকে নেয় স্থান,
সে শান দেয় দুধারা তলোয়ারে,
হৃদয়ের জানালায় উঁকি মারতো যে জন,
সেই ফাঁদ পেতে অপেক্ষায় থাকে অভিসারে!