হাজার মানুষের ভিড়ে
খুঁজে পাবে না তাহারে!
আছে সেই সারা হৃদয় জুড়ে।

ফুলের কাছে নয়,
শিশিরের ছোঁয়ায় নয়,
হৃদয়ের কাছে কথা কয়।

উঞ্চতার পরশে,
হৃদ্যতার আবেশে,
সেই যায় ভালোবেসে।

নিরালায় নির্জনে,
কথা হয় নয়নে নয়নে,
সব কথা জমা রয় মনের গহীনে।

আজি নীরবতা ভেঙে,
হাত ছুঁয়ে হাতে,
মুখোমুখি বসে হৃদয় খোলা মাঠে।