এ মায়ার ধরাধামে,
সবকিছু মিলে দামে।
দিলে দাম, হৃদয় হবে গোল্ডেন হার্ট,
আর না পারলে, আপনারটা হবে ধূসর বালুর মাঠ।

জগতে তুমি আর আমি কেবলি খেলার পুতুল,
চোখ মুদিলে সামনে ভাসে যতো ছিল ভুল।
ভাবছি বসে এ বেলায়, কতো জনা মাখে রঙ,
সময়ের ব্যবধানে স্বার্থের তরে সাজে সঙ।

বাহ্যিক বেশ দেখে ভাবি, উনি বুঝি মানুষ,
অন্তরে মলিনতা প্রকাশ পেলে বানাই ফানুস।
কড়ি দিয়ে কুড়িয়ে নেয় এখন মান-মর্যাদা,
ওখানে বেমানান কতই, তুমি যে বড্ড গাধা!

এক কান গেলে কাটা, লাজে ঢাকে ঐ মুখ,
দু'কান কাটা গেলে, চলে এবার ফুলিয়ে বুক।
সত্য যুগ পার করে এখন চলছে অরাজকতা,
অসুর আজি সুর সেজে বলিয়ে বেড়ায় মানবতা!