গোধূলির আলোমাখা মেঘ
জমেছে দূরের আকাশে,
পথের ধারে ফোঁটা ফুলগুলো
দুলে উঠছিল দখিনা বাতাসে।

আর আমরা দু'জন হাত ধরে
আনমনে হাঁটছিলাম পাশাপাশি,
ততক্ষণে চারপাশ ঘিরেছিল
জোনাকিপোকা রাশি রাশি।

গা আঁধারি মেঠোপথে
গা চমচম করা পরিবেশ,
ইচ্ছে ছিলো আরো কিছুক্ষণ,
কিন্তু বেলা শেষ।

মেঘের ফাঁকে ফাঁকে
তারাগুলো মিটিমিটি হাসে,
ঝিঁঝিঁ পোকার সুরগুলো
         আসছে কানে ভেসে।