হানাহানির এই দুনিয়ায়
টলমল ঈমান,
পথের দিশা হারিয়ে
কি খুঁজে মুসলমান?
আরশে বসে বিধাতা হাসে
পথের দিশা দিবে আল কুরআন।।
হিংসায় ডুবিলে হারায় ঈমান,
শুনো ওগো ও মুসলমান,
খোদার দেয়া নেয়ামত পেয়ে
আদায় করো শোকরান।
পথের দিশা দিবে আল কুরআন।।
ভাইয়ে ভাইয়ে অমিল হলে
হাসে কিন্তু শয়তান,
শয়তান থেকে দুরে থাকো
ওগো মুমিন মুসলমান।
পথ হারালে দিবে
পথের দিশা আল কুরআন।।