শীতের শিশিরে ভিজে থাকা
সবুজ প্রান্তরের ঘাসফুল,
প্রিয়ার কোলে মাথা রেখে
বেণী বাঁধে মেঘকালো মাথার চুল।

সময়ে অসময়ে খুঁনসুটিতে ব্যস্ত
ডাহুকীর একটানা বিলাপ,
সঙ্গী হারা সঙ্গ পেতে
অবশিষ্ট নেই, এমনকি ঝুপঝাপ!

সোনালি ভোর মনের ভেতর
কী যেন করে আনচান,
ফুলের বেদনায় নীল আকাশ
সেজে আছে একেবারে সুনসান।