পথের ধারে নাম না জানা
           অনেক ফুল ফোটে,
মালার মাঝে স্থান পাওয়া
         কয়টা ফুলের জোটে?

মালার ফুলে বাড়ায় মান
            গলে পরে যে জনা,
ফুলের দুঃখ এখানেই
       চোর-ডাকাত চিনে না।

মালা বদল হলে পরে
     আনন্দে হয় আত্মহারা,
ফুলের হাসি ভালোবেসে
      নিজেকে হারায় ভোমরা।