আলো ছায়ার খেলায়,
বটতলার মেলায়,
প্রেমিক এ মন হারায়,
ভালবাসার ছলনায়।

প্রীতিডোরে বেঁধে,
দিবস ও রাতে,
শিশির ভেজা প্রাতে,
কাঁদছো ফাঁদ পেতে।

এখনতো এ মন অসহায়,
সব গেলো রূপের পসরায়,
আড়চোখের ইশারায়,
চারদিক শূন্য রয়ে যায়।

বলে হেসে, আসমা বিবির বাপ,
এখন এসব ভেবে কী লাভ..?