রুবি রায়
আর শিবপদ রায়
পরকীয়ায় মজে সংসার হারায়!
তারা জ্বেলে আশার আলো
তাড়িয়ে মনের যত কালো
হেমাঙ্গিনীর ঘাটে জলে ডুব দিলো!
প্রেমের মরা ডুবে জলে
প্রমাণ করিলো তারা কলিকালে
উদাসিনী ভালোবাসে, বুঝালো নয়নজলে।
প্রেমিক মরেও বেঁচে থাকে প্রেমে
ছবি করে রাখে মনের ফ্রেমে
পরখ করে দেখো, জলে নেমে!
তাং ৮ ফেব্রুয়ারি ২০২৫