বাহির পানে বৃষ্টি ঝরে,
ভেতর পানে আজ ঝরছে বৃষ্টি অঝোরে,
খুব বেশি মনে পড়ে বন্ধু তোরে!

আশপাশে চেয়ে দেখি,
কেউ নেই, আছি একাকী,
কতোদিন পর বন্ধু, বসবো মুখোমুখি!

পাঠশালার সেই দিনগুলি,
অলস দুপুরে খেলতাম ডাংগুলি,
এসো বন্ধু!  কাছে দু'জনে করবো কোলাকুলি!

মনে পড়ে, জামগাছের মগডালে,
উঠে ঠোঁট লাল করতাম জামের লালে,
কাটতো দুষ্টুমিতে, ঘরে ফেরা সেই সন্ধ্যাকালে!

এসব কেনো আজ মনে পড়ে,
আছো কোথায়? যোজন যোজন দূরে,
শূন্যতায় হাহাকার, এ হৃদয় জুড়ে!