কত কি লাগে কাকু?
সাড়ে তিন হাত মাটি ঘর,
সবাই ছেড়ে গেলেও সে হবে না পর।

বুকে আঁকড়ে ধরে,
রাখবে আদরে আদরে,
অসৎ কাজে শাস্তি পাবে মাটির ঘরে।

ঘুষের টাকায় বানানো বাড়ি,
কাকু! একদিন যেতে হবে ছাড়ি,
কাদা মাটির তলে হবে আসল বাড়ি।

ভালোবাসা এমনি, ভেঙে দেবে অন্তর,
সাজানো নাটক, সব যন্তর মন্তর,
স্বার্থটাই সব, শূন্যই রবে ভালোবাসার বন্দর।

গোরস্থানের ভিটিখানি কাকুর দখলে,
আজ কতোদিন হল, জাল দলিলে
সবকিছু ছেড়ে যাবে কাকু, চোখ মুদিলে!

তাং ১৪ জুন ২০২৪