সাড়ে তিন হাত লম্বা মানুষ,
তার অর্ধেকটা ফাঁড়া।
দেহের ভেতর ২০৬ টি হাঁড়,
আর রয়েছে ৩৬০ টি জোড়া।
সারা দেহ ঢেকে আছে
হরেক রকম দিয়ে চামড়া।
দৌঁড় দিয়েছিলে একত্রে ৪০ কোটি,
কী ভাগ্য তোমার হলো বিজয়!
৩৯,৯৯,৯৯,৯৯৯ জন ব্যর্থ হয়েছে,
তারা বরণ করেছিলো পরাজয়।
এতো ভাবনা কিসের ও মন,
প্রভু রয়েছে তোমার 'পরে নিশ্চয়।
পৃথিবীর 'পরে তুমি এ পর্যন্ত মানুষ,
কখনো কি করেছো ভাবনা?
কীসের এতো দাপট কপট,
কেনো এতো কিছু পাওয়ার কামনা?
সবকিছুরই হিসাব দিতে হবে একদিন,
ধরলে ছাড়বে না মহান রব্বানা।