ষাঁড় সামনে পেলে
গুঁতায়,
ঘোড়ার পেছনে গেলে
লাথায়।
পকেটমার পকেট দেখলে
হাতায়,
ফন্দিবাজ ফন্দি আঁটতে
মাথা চুলকায়।
চোরে চুরি করতে গায়ে
তেল মাখায়,
পরকীয়া লুকাতে মুখ ঢাকে
কালো ছাতায়।
অনেকে অবৈধ আয় লুকাতে ব্যাংকে
স্ত্রীর নামে জমায়,
ধরা পড়ার পর অনেককে দেয়
কারাগারে পাঠায়।
জ্ঞান বাড়াতে শিশুকে জ্ঞানীর
কাছে পাঠায়,
অজ্ঞতায় হাতড়িয়ে যায়, হাতে নেয়
ঘুড়ি আর নাটাই।
আদব- কায়দা শিখলে যশ বাড়ে
বাপ-বেটায়,
অসৎ যারা হাতানোর জন্য সদা
মাথা খাটায়।
ভেবেচিন্তে এ ছড়াটি লিখলাম
আজি সন্ধ্যায়,
যারা সুজন, তারা মোর আপনজন
তাদের সহযোগিতা চাই।