মাটিরে বেসে ভালো
প্রতারিত হয়নি এখনো কেউ,
মানুষকে ভালোবেসে
মানুষের বুকে উঠছে দুখের ঢেউ!

কতো যত্নে মাটি
জনমের মত করে আদর,
আপন বুকে
জায়গা দিয়ে বানায় কবর!

বুকে জায়গা দিয়ে মাটি
সযত্নে রাখে বছরের পর বছর,
মানুষ জায়গা দিয়ে কোলে
ছুরি বসায় বুকের উপর।