তিনি এখন দুই পীরের মুরিদ,
এক পীরে বাজায় ঢোল,
আরেক পীরের লম্বা মাথার চুল।
আসমা বিবির বাপে,
পড়েছে দু'মুখী চাপে,
প্রার্থনায় বসে শুধুই ভাবে।
দিন যায়, রাত আসে,
নয়ন জলে বুক ভাসে,
তা দেখে বিবির মা হাসে!
যৌবনে হেলাফেলা,
ধর্মকর্মে অবহেলা,
সাঙ্গ হবে লীলাখেলা!
দুই পীরের মুরিদ,
বগলে ইট আর মুখে শেখ ফরিদ,
বুঝবে মনা, দিলে সাদা চাদরে তিন গিট।