সময় হলেই তবে
তিনি টানেন জীবনের দড়ি,
কতো রাজা-বাদশা
এ পর্যন্ত গেলো দুনিয়া ছাড়ি।
দু'দিনের এ দুনিয়ায়
করো কতো বাহাদুরি,
তাঁরই মহিমা এটাই
তিনি ছাড় দেন, দেন না ছাড়ি।
সময় থাকতে মনা,
পাপের পথ দাও যে ছাড়ি,
দম ফুরাইলে কঠিন পথ
আঁধারে দিতে হবে রে পাড়ি।
অর্থবল আর বাহুবল
ক'দিন থাকবে তা জানো না,
তাই তো মনা,
মানুষকে মানুষ বলে মানো না।
এসো হে মনা,
সময় থাকতে সরল পথ ধর,
হিংসা তাড়িয়ে মনের মাঝে
সত্যের চাষ কর।