তেলা মাথায় দিলে তেল,
শেষবারের মতো বাজবে বেল,
তখন বুঝবে মনা, আসল খেল!

তিনি মহাজ্ঞানী, খবর রাখেন সবি,
যতো আছে সৎ আর যতো আছে পাপী,
সবই জানেন তিনি, কে কোথায় যাবি?

দু'দিনের ভিসা দিয়ে পাঠালেন ধরায়,
মেয়াদোত্তীর্ণ হলে পরে যেতে হবে তথায়,
ওখানে চলে না ধাপ্পাবাজি, চলে তাঁর ইশারায়!

মায়ার জালে বন্ধী হয়ে থাকো নগদের আশায়,
আখের গোছাও মনু, আঁধারে রবে একাকী নিরালায়,
কতো পাহাড় ধনের, উড়িয়ে যাবে বিধাতার ইশারায়।

সে ভাবনায় কাঁদে নিরলে আসমা বিবির বাপ,
কি করে হবে মোচন, হিসাবের খাতা ভরা পাপ,
একাকী কেটে যায় সময়, জনে জনে চাচ্ছে মাফ!