ভালবাসা গেছে,
আছে ভালবাসার ছলনা।
হৃদয় গেছে,
আছে হৃদয়ের যাতনা।

যাতনার অনলে পুড়ে ছাই,
অশ্রুতে নেভানো যায় না।
প্রজাপতি হয়ে প্রতারিত মন,
দিশেহারা হয়ে ঘুরে সারাক্ষণ।

ফুলে ফুলে উড়ে,
ভাব জমিয়ে  চুষে খায় ফুল মধু।
আমার আছে জল,
পাপিষ্ঠ মনে ডুব দিয়ে যায় সাধু।