করোনার কাছে চলো নিই শিক্ষা,
কিপটারা দিচ্ছে এখন দু'হাতে ভিক্ষা,
স্কুল- কলেজ বন্ধ, অনলাইনে দিচ্ছে শিক্ষা।
অনেকে মরার ডরে ছেড়েছে অনৈতিক খাওয়া,
প্রত্যহ উপাসনালয়ে করছে আসা যাওয়া,
স্বর্গ পেতে অভাজনের কাছে আশির্বাদ চাওয়া।
করোনার কাছে চলো নিজেকে নিই জেনে,
আশেপাশের মানুষগুলো ভাল করে চিনে,
মুখোশের আড়ালে রয়েছে কোন কোন জনে?