কেতাবি কথাগুলো
ঐ কেতাবের মাঝে রয়,
ফেরারি মন আজি
সারাক্ষণ তারি কথা কয়।
অপেক্ষায় থাকে
সদা এ অভাগা হৃদয়,
দুখের দহনে আজি
দু'চোখ যেন জলাশয়!
ভালোবেসে হৃদয় জুড়ে
এ কোন সুখের হাহাকার?
সুখ যেন ছোঁয়ায় কাড়ে
পূর্ণতা পায় সুখের পাথার!
তাং ১৮ জানুয়ারি ২০২৩