আশেপাশে ফেলছে
নাগ-নাগিনীরা প্রশ্বাস,
দিন দিন হারিয়ে যাচ্ছে বিশ্বাস।
চারিদিকে ঘিরে আছে
স্বার্থপর বেঈমান মীরজাফর,
বিশ্বাসের ঘরকে নষ্ট করে সাজায় বাসর।
বন্ধুত্বের ছলে ওরা
সুযোগে সবকিছু নেবে কেড়ে,
আর সাপ হয়ে বিষাক্ত ছোবল মারে।