ভালোবাসা দিয়ে ফসল বুনে চাষি,
নিজের ঘামে ফোটায় অন্যের মুখে হাসি,
এরাই হলো সোনার মানুষ, বড্ড ভালোবাসি।
চাষি ফলায় শস্য দেহে কাদা মেখে,
দেশপ্রেম শিখি তাদেরকে দেখে,
যারা শুধু অন্যের জন্য যায় স্বপ্ন এঁকে।
মাঠেই কাজ হোক না রোদ-বৃষ্টি-ঝড়,
সারাক্ষণ কাজ আর কাজ, ক্ষেত যেন ঘর,
ভালো ফসল ঘরে উঠলেই ভরে যায় চাষির অন্তর।
চাষি যোগায় অন্ন, চাষিই এদেশের প্রাণ,
কাজের মাঝে খুঁজে নিজেকে, চাহে না প্রতিদান
শত কষ্টের মাঝেও তাদের নেই কোনো অভিমান!