বন্ধুত্ব হলো
মানব জীবনের অমূল্য রত্ন,
যারা দেয় সাহস,
শঙ্কিত নয়, ক্লান্ত নয়, নেয় শুধু যত্ন।
বন্ধুত্ব হলো
অমলিন হাসি আর সান্ত্বনা,
বন্ধুত্বের মাঝে থাকে
নির্ভীকতা আর আনন্দ ব্যঞ্জনা।
দুঃখে পাশে
সঙ্গী হয়ে রয় জীবন চলার পথে,
জীবনের পথ
কখনো নয় কঠিন, যদি বন্ধু রয় সাথে।
তাং ১৬ ফেব্রুয়ারি ২০২৫