দুঃখ দিলে,
কষ্ট পাবে।
কথা দিলে,
আশ্বাস পাবে।
আশা দিলে,
ভালবাসা পাবে।
ফুল দিলে,
প্রেম পাবে।
সুখ দিলে,
শান্তি পাবে।
ঘুষ দিলে,
পাপ পাবে।
আশ্রয় দিলে,
নির্ভরতা পাবে।
ঠেলা দিলে,
জ্বালা পাবে।