কেনা যায় সবাইকে,
ধন পাগল যারা,
সততার বিশ্বাস যার মজবুত,
শুধু তিনিই ছাড়া।

এ বেচা-কেনার হাটে
এখন অনেকেই পণ্য,
দাম পেয়ে হয়ে যায়
ওরা একেকজন ধন্য।

কপালে জট, হাতে মালা
সাজছে সাধু দরবেশ,
অন্তরে ধনন্তরি, মুখে হরি,
মস্তকে ঝুলছে দীঘল কেশ।

তুমি আর আমি অবাক
হয়ে নিত্য করে যাচ্ছি কুর্নিশ,
ওরা সাধু নয়, সাধু নয়,
ওরা কিন্তু টাটকা ইবলিশ।

কেনা যায় অনেককে এ বাজারে
নিজেকে বিকাইতে ওরা প্রস্তুত,
শত বাঁধায় উপেক্ষা করে
সজ্জন থাকেন একেবারে অটুট।