আমি ফুলের পাশে ফোটে দেখেছি
দুষ্ট ভোমরার নিষ্ঠুর জ্বালাতন,
বুকের মধু চুষে খায় সারাক্ষণ।
দুঃখীর পাশে দুঃখী হয়ে দেখেছি
দুঃখ আর বঞ্চনা কাহাকে বলে?
হৃদয়ে সারাক্ষণ রক্তক্ষরণ, প্রকাশ নয়ন জলে।
স্বার্থপরের পাশে থেকে দেখেছি
লোলুপ দৃষ্টিতে পরের ধন কাড়ার লালসা,
ও মনে শুধু নিজকে নিজেই ভালোবাসা।
অন্যায়কারীর ভেতরে টুঁ মেরে দেখেছি
যাতনার অনলে জ্বলে বারংবার,
ছারপোকার মতো নেই কিছু হারাবার।