ফুলের হাসি মুগ্ধ করে,
তুমিও যখন হাসো।
হৃদয় ভাসে ভালবাসায়
যখন হাতটি ধরে বসো।
হাসলে তুমি, পৃথিবী হাসে,
কাঁদলে, নয়ন দুটো জলে ভাসে।
এ মন চায়, থাকো অনেক সুখে,
রাশি রাশি ভালবাসা ঝরুক ঐ বুকে।
জীবনটা সুন্দর হোক, দুরে থাকুক কষ্ট,
সুখের জীবনে, দুঃখগুলো হোক নষ্ট।
প্রাণে প্রাণে মিলে জমুক প্রেমের সরোবর,
বাসনায় বাঁচুক আশা সুন্দরের উপর।