নিষিদ্ধ পল্লীর তোরণ ঠেলে ঢুকলো,
     শহরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিটি।
ভেবে দেখো, কি আছে তার কমতি,
অথচ বাসরে অপেক্ষায় প্রিয়তমা স্ত্রী।

সারাটা জীবন হন্যে হয়ে খুঁজে কেউ,
তবু্ও পায় না নাগাল সুখের ঢেউ।
একটা সন্তানের আশায় কাটে কতকাল,
কেউ ফেলে তা ডাস্টবিনে আজকাল।

কষ্ট করে কেউ সারাজীবন, হতে মানুষ,
আর কেউ ধনের নেশায় হয়ে যায় বেহুঁশ ।
অনেকে আবার রিক্ত হস্তে থাকে হাসিখুশি,
ধনের মাঝে থেকে কেউ গলায় পরে রশি।

ভালবাসা পেতে কেউ ভালবাসে অকাতরে,
কেউ আবার ভিন্ন স্বাদ নিতে বাহুডোরে।
অসৎ এর ভিড়ে চাপা পড়ছে সত্য,
অসৎ আজ মাথা উঁচিয়ে পড়ে পদ্য।