রমজান মাস এলো
দেখা গেল ঐ একফালি বাঁকা চাঁদ,
রহমতের দুয়ার খোলা
এসো হে মুমিন, ক্ষমা চাই তুলে দু'হাত।

সিয়াম সাধনার মাস,
বন্ধ হোক যতোসব অশান্তির চাষ,
মুসলিমরা ভাই ভাই, যেনো
সম্প্রীতি বজায় থাকুক বারোমাস।

ইবলিশ মনে রাখলে
আমার আল্লাহ করবেন না ক্ষমা,
এ রমজানের শুরু থেকে
ঝেড়ে ফেলো যতো ছিল হিংসা জমা।

হালাল হারাম বুঝে-শুনে
চলো, যদি হও মুমিন মুসলমান,
দায়িত্ব তোমার নিবে প্রভু
খোলে দেখো মহাগ্রন্থ আল কুরআন।

সৎপথে চলো হে মুমিন,
মিথ্যাকে করে পরিহার,
আঁধার কবর আলোকিত হবে
দু'চোখে দেখবে রহমতের পাহাড়।

হাশরের ময়দানে তুমি
আনন্দে হবে মাতোয়ারা,
দেখবে কতো স্বজন করবে ক্রন্দন
ধরাধামে প্রভুকে ভুলে ছিলো যারা।

নতুন রূপে রহমতের বারতা নিয়ে
এলো আকাশ কোণে ঐ বাঁকা চাঁদ,
সুযোগ এলো পাপ মোচনের
মুমিন মুসলমান তপস্যায় কাটায় সারারাত।