সোজা পথেই পদে পদে বাধা,
আর বক্রপথে আছে মজা।
এ পথে সঙ্গী অনেক বেশি,
তবে, অপকর্মের পেতে হয় সাজা।

সুপথের যাত্রী হয় সুজন,
অনেক সময় ছেড়ে যায় স্বজন।
কুপথের যাত্রীকে বলে কুজন,
সব সাঙ্গ হয় ভেঙে গেলে ভজন।

আজ কুজনরা পাচ্ছে পুজা,
গেয়ে যাচ্ছে মানবতার গান।
সুজন সখি হারা, নিষিদ্ধ জন,
কেউ কি স্বীকার করে তার অবদান?

তাং ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.