মানুষ যতন,
মানুষ রতন,
লোভী অন্তকরণ,
মনুষ্যত্বের মরণ।
আবেগি মন,
যে অশ্রু প্রবণ,
নির্লোভ অন্তকরণ,
সুখের প্রস্রবণ।
নিস্ফলা ভূমি,
শত চেষ্টায় তুমি,
দয়াপরবশ অন্তর্যামী,
নতুবা তুমিই হবে আসামি।
পাপের ভিত্তি,
শয়তানের স্থিতি,
যার যেমন কীর্তি,
পাবে রবের প্রীতি।