আমারে চেনো না?
             আমি যে কবি,
অসুন্দরের মাঝে আমি
   এঁকে যাই সুন্দরের ছবি।

ভাঙ্গনের মাঝে খুঁজে ফিরি
                    বন্ধুত্ব আর মিলনের সুর,
দুঃখের বিবশ রাত্রিতে অপেক্ষায় থাকি
     আঁধার তাড়িয়ে হবে সোনালি ভোর।

আমারে চেনো না?
               আমি যে কবি,
অনিয়ম আর অনাচার তাড়িয়ে
         স্বপ্ন দেখি এক সুন্দর পৃথিবী।

কালোর মাঝে আলো খুঁজি
          অমানুষের ভেতরে মানুষ,
মনুষ্যত্বকে জাগিয়ে তুলি
        স্বার্থের নেশায় যারা বেঁহুশ।

আমারে চেনো না?
           আমি যে কবি,
জালিমদের উপেক্ষা করে
   মজলুমের পক্ষে তুলি ন্যায্যের দাবি।