পথের ধারে নাম না জানা
ফোটে কতো ফুল,
ভেবে দেখেনি তাদের কথা
কেউ করে কখনো ভুল।

এ ফুল কখনো স্থান পায়নি
কারো গলার মালায়,
অথবা স্নেহভরে জায়গা
হয়নি পুজোর ডালায়।

অথচ প্রত্যহ সাজে তারা
ধরণী হয় আকুল,
গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে
দেখুন, হৃদয় হয়ে যাবে ব্যাকুল।


তাং ১৫ জানুয়ারি ২০২৫