তোমাকে নিয়ে কবিতা লেখা হয় নি
একসাথে আকাশের তারা গোণা হয় নি।
উড়ন্ত বক কিংবা বারান্দার শালিক
বেলকনিতে পড়ে থাকা নোংরা পালক।
ব্যস্ত শহরে হাত ধরাধরি কিংবা লুকোচুড়ি
কিছু না হয়ে আমার সাথে তোমার নিত্য আড়ি।
সমুদ্রের নোনা জলে হাত ধরে পা ভেজানো
কিংবা পাহাড়ের ঝর্ণাতে ভিজে চুল শুকানো।
তোমার সাথে কোন স্মৃতি নেই রোমন্থনের
তবুও ভাবনার সবটাতেই বিচরন তোমার।
এগুলো না করলে বুঝি ভালবাসা হয় না?
ভালবাসলে বুঝি চোখ, চুল দেখা মানা?
তোমার চুলে বিলি কেটে আমি বন দেখি
ঘাড়ের বিন্যাসে আমি পাহাড়ী মেঠো পথ দেখি।
চোখের ঝর্ণা দেখে হয় কি আর ভালোবাসা?
হবে না কেন? আমাদের টাও তো ভালোবাসা।