কবিরা একটু পাগলাটে হয়
সাথে কিন্তু মেধাবীও হয়।
কবিরা আবার প্রেমিক বটে
সাথে তাদের লাম্পট্যও রটে।
কবিরা বেশির ভাগ ক্ষুধার্ত
পরের সুখ দেখে আবার আর্ত।
কবিরা রাত কাটায় চিন্তার ব্যারামে
সবার রাত্রি ভোর হয় আরামে।
কবিরা সবাই প্রায় ভাবুক
ঝুলে থাকে তাদের চিবুক।
কবিরা সব দেখ খুব সূক্ষ্ম
আচরনটা তাই হয়ে যায় রুক্ষ।
কবিরা আকাশে চাদ দেখে দূরে
সে আলোয় গোসলও সারে।
কবিরা খুব ভালো সংসারী হয়
আবার সমাজ বিরাগীও হয়।
কবিরা করে নগরে বাস
বনে বা নদীর পাড়েও গড়ে আবাস।
কবিরা আদর্শ আর সৎ চরিত্রবান
ঢাকে আবার দুশ্চরিত্রের বাণ।
কবিরা অর্ধেক রবী, অর্ধেক নজরুল
বাকীরা তোমার আমার লেখার ছল।