প্রিয় রং কি?
নীল। না, না নীল নয়।
প্রিয় রং আসলে সবুজ
নাহ, ঠিক সবুজও নয়।
নীলের আর সবুজের মিশ্রণই
আসলে আমার প্রিয়।
নীল আর সবুজকে ভালবেসে
সবুজ একটা পাহাড় কিনেছিলেম।
নীল আকাশের নীচের সেই পাহাড়ে
একটি ঝর্ণাও কিন্তু ফ্রি পেয়েছিলুম।
শ্যামলিমায় আত্মহারা আমি
ঝর্ণার জলে অবগাহণ করি।
জানতাম না তো, পাহাড়ের বুকে
লুকিয়ে ছিল জ্বলন্ত আগ্নেয়গীরি।
আমার প্রিয় ঝর্ণা পাহাড়
নীল ঘেড়া সবুজ স্নিগ্ধ পাহাড়।
আতঙ্কে কাটে প্রতিটি ক্ষণ আমার
লাভার আগুনে কখন হই পুড়ে অঙ্গার।
ঝর্ণার জল, বৃক্ষের সবুজ, আকাশের নীল
জ্বলে পুড়ে ছাই হয়ে যাবার আগে
পম্পেই নগরীরও ছিল।
ওহ, বলা হয়নি
আমার প্রিয় পাহাড়
পলাশনগরী? কিংবা পলাশপুর?
কি যেন, নাম ছিল তার?
আগ্নয়েগীরিতে পুড়ে যাবে
নাম দিয়ে আর কি হবে?