ভালোবেসে ছিলাম তোমাকে,
তোমার রুপ বা মন দেখে নয়।
ভালো বেসেছিলাম অবস্থা দেখে।
নিজের করে রাখবো বলে,
ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম।
তোমার না বলাটা জানিয়েছে,
তুমিও ভালোবাসায় রাজি।
তোমার পারিবারিক অবস্থা,
আমাকে মন থেকে দুর্বল করেছিল।
তোমার মায়ের সামান্য উপার্জনে,
সংসার চালাতে যখন হিমসিম অবস্থা।
আমি দাঁড়িয়েছি, তোমাদের পাশে।
তোমার মা সত্যিই ছেলের মতো,
ভালোবেসেছে আমাকে।
সেই ভালবাসাও আমাকে, ঘুরেফিরে
তোমার পাশে দাঁড়াতে সাহায্য করেছে।
বাড়ির অমতেই তোমার সাথে,
মেলামেশা করেছি।
যতটা সম্ভব তোমার সাহায্য করেছি।
তোমাকে ভালোবেসে সব উজাড় করে দিয়েছি।
এখন মনে হয়, সব ভুলেছো তুমি।
সেই ভালবাসা, সেই উপকার।
তোমার মায়ের হঠাত্ মৃত্যু হবার আগে,
যে কথাগুলো বলেছিল-
যতটা সম্ভব তাড়াতাড়ি বিয়েটা করে,
একসঙ্গে ঘড় বাঁধ!
আমি জানতাম তোমার মনে, শুধু আমি।
এখন যে সবই ভুল প্রমানিত হল!
সেই ব্যবসায়িক দুর্ঘটনায় যখন,
আমি সর্ব শান্ত হলাম।
তখন তোমার মনে হতে লাগল,
আমি নাকি বেকার!
আমার পাশে না দাঁড়িয়ে,
ভালবাসার ইতি টানলে।
তুমি ভালবাসার এই দাম দিলে।
আমিও তোমাকে বলতে চাই-
একদিন আসবে যেদিন আমি তোমার,
সেই বড়লোকটির থেকেও বড়ো হব!
তখন আর মূল্য দিয়ে, ভালোবাসা
বিচার করতে যাব না!
যতোই হোক আমিতো, আমিই থাকব।
তোমার মতো মূল্য দিয়ে,
পরকীয়া করবো না।