যেই বয়সটা তাদের ছিল,
আনন্দে খেলার।
সেই বয়সে হচ্ছে তারা,
কত কষ্টের শিকার।
মা বাবার স্বপ্ন ছিল,
করবে তাদের বড়ো।
সেই স্বপ্নে ছাই ঢেলে,
যাচ্ছে কাজে কতো।
ছাই তারা ইচ্ছে করে,
ঢালেনি তাদের স্বপ্নে।
মা বাবাও ইচ্ছে করে,
পাঠাইনি তাদের কর্মে।
ভাত জোটেনা একমুঠো,
যাচ্ছে তারা তাই।
খিদের জ্বালা বড়ো,
নাই কোন উপায়।
পুজো যায় উত্সব যায়,
জোটেনা একটা জামা।
বাবা মায়ের ক্ষমতা নেই,
কী করবে তারা।
সেই বয়সেই সব বুঝে নেয়,
কপাল তাদের পোড়া।
কেউ এঠো বাসন মাজে,
কেউ টোকায় কাগজ।
যাদের কিছু করার থাকেনা,
তারা করে চুরি।
সব কিছুই পেটের দায়ে,
করতে হয় তাদের।
মনের মধ্যেই স্বপ্ন গুলো,
নষ্ট হয়ে যায়।
তাদের জন্য আমাদের কী!
কিছু করার নাই।
তাদের যদি ভালো করে,
মানুষ করা যেত।
তাঁরাও একদিন ডাক্তার,
কিংবা উকিল হতো।
কারন ছাড়া কত টাকা,
নষ্ট করি সমাজে।
এই সমাজ তাদের জন্য,
ভাবে না কোন খানে।
আমরা যদি সবাই মিলে,
তাদের পাশে দাঁড়াই।
একজন কে আপন করে,
নিতে যদি পারি।
আরেক জনও আপন করে,
নেবে তাদের পরে।
এই কাজটি এক দিন যদি,
শুরু করতে পারি।
সবাই সবার হবে,
পর হবে না কেউ।
নিজের ছেলে যেমন আপন,
তেমন যদি হয়।
একদিন এই পৃথিবী,
এক গৃহে পরিনত হয়।
তাইতো আমরা চেষ্টা যদি,
সবাই মিলে করি।
সুন্দর পৃথিবী হবেই,
শর্ত দিয়ে বলি।।