কোথায় তুমি দেখেছিলে ভয়ের শিহরণ!
সেটা তো শিহরণ নয়, তা ছিল প্রথম যৌবন স্বাদের উন্মাদ ভালোবাসা।
তোমার সেই যৌবনমত্ত খেলার লাল লিপস্টিকের ছায়া
আজও মনের কোনে বয়ে চলে তরী।
তাইতো সেই সাদা শার্টের লাল দৃশ্য খানি রয়েছে বিদ্যমান।
তুমি আমার রূপে যৌবনমত্ত হয়েছিলে, প্রেম ভালোবাসা তে নয়।
তাইতো; হঠাৎ কথা না রেখে; হলে- অন্যের কূলের সহধর্মিনী।
যাইহোক, দুদিনের অনেক ছবি যা রয়েছে গোপনে।
সব কিছু স্মৃতির পাতা জ্বালিয়ে, নতুন করে মেতে ওঠো যৌবনমত্ত ভালোবাসায় !
এখন আর সাদা শার্টে, লিপস্টিকের চিহ্ন হয়তো প্রয়োজন নেই।
এখন সেই লাল লিপস্টিকের দাগ শরীরে দিও তার।